ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য এবং তার এক অনন্য নিদর্শন হল দিল্লীর স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরী এক পরিপূর্ণ অপূর্ব মন্দির। এই মন্দির ভারতী সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহান নিদর্শন।
ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য ( AKSHARDHAM TEMPL |
আজ আমি ভারতের রাজধানী নয়দিল্লীতে অবস্থিত ভারতীয় সংস্কৃতিও ঐতিহ্যের মেলবন্ধনে তৈরী এই অক্ষরধাম মন্দির সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই।এই মন্দির ভারতের প্রাচীন স্তাপত্যকীর্তির ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।
১৯৬৮সালে বিএপিএস সংঘের প্রধান স্বামী নারায়ণ সন্ত যোগী মহারাজ ভবিষ্যদ্বানী করেন,যমুনার তীরে ভারতীয় সংস্কৃত ও ঐতিহ্যকে বজায় রেখে এক মহান মন্দির প্রতিষ্ঠিত হবে। তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হবার আগেই ১৯৭১-এ যোগী মহারাজের দেহবসান হয়।১৯৮২-তে বিএপিএস সংঘের পরবর্তী প্রধান তথা তাঁর সুযোগ্য উত্তরাধিকারী পরম পূজ্য প্রমুখ স্বামী মহারাজ,যোগী মহারাজের স্বপ্ন পূরণ করেন। তিনিই এই মন্দিরের দ্বারোদঘাটন করেন ৬-নভেম্বর,২০০৫। পরমপূজ্য প্রমুখ স্বামী মহারাজ ভগবান স্বামীনারায়ণের কৃপাধন্য পঞ্চম গুরু এবং বিশ্ববিশ্রুত আধ্যাত্মিক নেতা।জাত -পাত অথবা সামাজিক মর্যাদা নির্বশেষে তিনি নিঃস্বার্থভাবে সমাজের সেবা করেন মানবজাতির নৈতিক,সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য।তাঁর সামনে এলে সংশয়ের নিরসন হয়,দ্বিধা অপনীত হয়,ক্ষত নিরাময় হয় এবং মন খুঁজে পায় শান্তি।তাঁর বিনয়,সরলতা ও ঈশ্বরোপলব্ধি হলো তাঁর সাফল্য ও দিব্য বিভার সারকথা।
ভারতীয় শিল্প,প্রজ্ঞা,পরম্পরা ও মূল্যবোধের অপরূপ সৌন্দর্যনিকেতন এই মন্দির ভারতীয় সংস্কৃতির আলোক বির্তিকাবাহী ভগবান স্বামীনারায়ণ এর উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ নিবেদন। ১০০ একর বিস্তৃত এই বিশাল স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির নির্মিত হয়েছে মাত্র পাঁচ বৎসর সময়কালের মধ্যে। প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরনায় নির্মিত এই পবিত্র মন্দির শান্তি,সৌন্দর্য,আনন্দ ও স্বর্গীয় সুষমা বিকিরণ করছে।◼ বি.এ.পি.এস.স্বামীনারায়ণ সংস্থা-
ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বিএপিএস সংস্থার বিরাট এক অবদান রয়েছে।এটি একটি বিশ্বব্যাপি সামাজিক -আধ্যাত্মিক বেসরকারী সেবাসংস্থা।সারা পৃথিবীতে এই সংস্থার ৩৭০০টি কেন্দ্র এবং ১৫,৭০০টি সৎসঙ্গ পরিষদ,৮৫০জন সাধু,৫৫,০০০তরুণ স্বেচ্ছাসেবী ও ১০ লক্ষ ভক্ত রয়েছেন।১৯০৭ সালে স্থাপিত এই র্সস্থা বিভিন্ন প্রকার সমাজ -শিক্ষা- স্বাস্থ্য-পরিবেশ-সংস্কৃতি-অধ্যাত্ম এবং অন্যান্য মানব কল্যানমূলক কার্যকলাপের মাধ্যমে সমাজের সেবায় আত্মনিয়োগ করে থাকে।ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অপূর্ব নিদর্শন এই অক্ষরধাম মন্দির।সমগ্র প্রাঙ্গনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল গোলাপী পাথর ও শ্বেতমর্মরে নির্মিত অক্ষরধাম মন্দিরের অনন্য বৈভব।১৪১ ফুট উঁচু ৩১৬ফুট চওড়া এবং ৩৫৬ ফুট দীর্ঘ এই মন্দিরে রয়েছে সুক্ষ্মকারুকির্যখচিত ২৩৪টি স্তম্ভ,৯টি জমকালো গম্বুজ,২০টি চূড়া ও ২০হাজারের বেশী অপরূপ ভাস্কর্য।কণামাত্র ইস্পাত ব্যবহার না করে নির্মিত এই মন্দিরভারতের প্রাচীন স্থাপত্যকীর্তির ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।এই মন্দিরের দশটি প্রবেশদ্বার রয়েছে।
ভারতীয় সংস্কৃতিতে বর্ণিত দশটি প্রধান দিকের স্মারক এই দশটি দ্বার চরাচর ব্রাপ্ত মঙ্গলময়ের বার্তাকে সকল দর্শনার্থীর অন্তরে সঞ্চারিত করে দেওয়ার বৈদিক আহ্বানের দ্যোতক।
◼ ভক্তিদ্বার - ভক্তিদ্বির বৈদিক ঐতিহ্য অনুসারী দ্বৈত আরাধনার প্রতীক। ঈশ্বর ও তার প্রিয়তম ভক্তই হলেন আদর্শ উপাসনার আধার। প্রথানুসারে ঈশ্বর ও ভক্তের দ্বৈতরূপের ২০৮টি ভাস্কর্য শোভা পাচ্ছে অত্যুজ্বল এই দ্বারে।
◼ ময়ূরদ্বার- ভারতের জাতীয় পাখি ময়ূর।সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রতীক।আমাদের জীবন আনন্দময় ও বর্ণময় করে তোলে ময়ূর। দুটি ময়ূর দ্বার তরই প্রতীক।মোট ৮৬৯টি খোদাই করা ময়ূর প্রতিটি সুন্দর দ্বারকে অলঙ্কৃত করেছে।
◼ পদচিহ্ন - ভগবান স্বামীনারায়নের মর্ত্যালোকে অবতীর্ণ হওয়ার স্মরণে দুটি ময়ূর দ্বারের মাঝে রয়েছে তাঁর পবিত্র পদচিহ্ন।শ্বেতপাথরে খচিত পদচিহ্ন ঈশ্বরের ১৬টি দিব্যচিহ্ন ধারণ করছে।তাঁর দিব্য জীবন ও কর্মের উদ্দেশ্যে ওই পদচিহ্নে অবিরাম জল সিঞ্চন করে চলেছে চারটি শঙ্খ।
◼ মূর্তি - মন্দিরের কেন্দ্রসথলে ভগবান স্বামীনারায়নের ১১ফুট উঁচু স্বর্ণ প্রলেপালিপ্ত উপবিষ্ট প্রশান্ত মূর্তি।তাঁর দুপাশে রয়েছেন শ্রীরাধা-কৃষ্ণ,শ্রীসীতা-রাম,শ্রীলক্ষী-নারায়ণ এবং শ্রীপার্বতী-শিব।
◼ ম্যান্ডোভার- মন্দিরের বাইরের দিকের অলঙ্কৃত প্রাচীর হল ম্যান্ডোভার।এটি ৬১১ফুট লম্বা আর ২৫ফুট উঁচু।৪২৮৭টি খোদাই করা পাথর দিয়ে তৈরী।এই প্রাচীরের গায়ে রয়েছে ৪৮টি গনেশমূর্তি।আর রয়েছে ভারতের বিভিন্ন মহর্ষি,সাধু,ভক্ত,আচার্য এবং অবতারগণের দুই শতাধিক ভাস্কর্য।
◼ গজেন্দ্র পীঠ- অক্ষরধাম মন্দিরটি দাড়িয়ে আছে ১০৭০ফুট লম্বা গজেন্দ্র পীঠ-এর উপর।এই গজেন্দ্রপীঠে রয়েছে ১৪৮টি পাথরে খোদাই হাতি,মানুষজন,পশুপাখির অসংখ্য পাথরমূর্তি যাদের মোট ওজন ৩,০০০টনের বেশী।ভারতীয় সংস্কৃতিকে হাতি ও প্রকৃতির গৌরবগাথার উদ্দেশ্যে এ-যেন এক অপরূপ শ্রদ্ধাঞ্জলি।
◼ হলঘর-১: সহজানন্দ দর্শন
মূল্যবোধের কক্ষ
অহিংসা,সাহস,উদ্যোগ, সততা, বিশ্বাস প্রভৃতি সার্বজনীন মানবিক মূল্যবোধগুলি,রোবটসহ চলচ্চিত্র, আলো ও ধ্বনির সাহায্যে প্রদর্শিত হয়েছে ভগবান স্বামীনারায়নের জীবন অবলম্বনে।
◼ হলঘর-২: নীলকন্ঠ দর্শন
বিশাল পর্দাযুক্ত থিয়েটার
১১বছর বয়সী বাল-যোগী নীলকন্ঠবর্ণীর জীবনের সত্য ঘটনা হুবহু তুলে ধরা হয়েছে বিশাল পর্দায়।পর্দার আকৃতি ৮৫ফুট×৬৫ফুট।ভারতের ১০৮টি জায়গায় ছবিটির শুটিং হয়েছে।অংশ নিয়েছেন ৪৫,০০০-এর বেশি মানুষ।
◼ হলঘর-৩: সংস্কৃতি বিহার
নৌকাবিহার-
১৪মিনিটের নয়নাভিরাম নৌকাবিহার আপনাকে নিয়ে যাবে ১০,০০০বছরের প্রাচীন ভারতীয় সংস্কৃতির সরণী বেয়ে,যে সংস্কৃতি গড়ে উঠেছিল সরস্বতী নদীর দুই তীর বরাবর। দেখতে পাবেন পৃথিবীর প্রাচীনতম বৈদিক গ্রাম এবং বাজার। নৌকাবিহার করবেন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়- তক্ষশিলার ভিতর দিয়ে জানতে পারবেন ভারতের প্রাচীন ঋষি-বিজ্ঞানীদের আবিষ্কারও উদভাবনের কথা এবং সেই সঙ্গে আরও অনেক কিছু।
◼ যজ্ঞপুরুষ কুন্ড এবং সঙ্গীতময় ফোয়ারা :
প্রাচীন ঐতিহ্যশালী'যজ্ঞপুরুষ কুন্ড'-এর আয়তন ৩০০ফুট×৩০০ফুট,ভারতে সর্ববৃহৎ।এর কেন্দ্রস্থলে রয়েছে একটি দর্শনীয়,বর্ণময় সঙ্গীতমুখর ফোয়ারা।যা থেকে সঙ্গীতের তালে তালে নির্গত হয় সৃষ্টি -স্থিতি-প্রলয়ের বৈদিক ভাবানুষঙ্গ।
◼ নারায়ন সরোবর:
অক্ষরধাম(AKSHARDHAM) সৌধের তিনদিক ঘিরে রয়েছে নারায়ণ সরোবর। ভগবান স্বামীনারায়ণ ভ্রমন করেছেন ভারতের এমন ১৫১টি নদী,হ্রদ ও সরোবরের জল প্রতিনিয়ত নারায়ণ সরোবরে ঢালা হচ্ছে।মন্দিরের পাশের ও পিছনের দেওয়ালে নির্মিত ১০৮টি গোমুখ দিয়ে ওই জল নারায়ণ সরোবরে গিয়ে মিলিত হচ্ছে।
অভিষেক মন্ডপ:
বালযোগী নীলকন্ঠবর্ণীর দিব্য মূর্তি গঙ্গাজলে অভিষিক্ত করার সময় প্রার্থনা করা যায় এবং মনোবাসনা ব্যক্ত করা যায়।
◼ যোগীহৃদয় কমল:
সুন্দর করে ছাঁটা সবুজ ঘাসের উদ্যানে সযত্নে রক্ষিত আট পাপড়িবিশিষ্ট পদ্মাকৃতি এই সৃষ্টি যেন বাঙ্ময় হয়ে উঠে মুনি-ঋষি ও বিশ্বের মহৎ চিন্তাবিদদের প্রজ্ঞাবান বাণীর আলোকে,যে আলো ঈশ্বরের প্রতি বিশ্বাসকে,মানুষের প্রতি বিশ্বাসকে জাগিয়ে তোলে।জড় জগতের জলস্পর্শহীন একটি পদ্মফুলের মতন এই পৃথিবীতে যোগীজি মহারাজের হৃদয় ছিল সুন্দর এবং শান্ত।তাঁর প্রার্থনা ছিল : "ভগবান সবার ভালো করুন"
বিশ্বাসের বাতাবরন বয়ে আনুক,
◼ প্রেমবতী ভোজনালয়:
ঘুরে ফিরে ক্লান্ত শরীর আরাম চায়। অজন্তার আদলে তৈরি প্রসস্ত প্রমবতী ভোজনালয় আপনাদের জন্য সেই ব্যবস্থা করেছে।এখানে পাবেন খাঁটি নিরামিষ আহার।স্ন্যাকস ও ঠান্ডা নরম পানীয়।
◼ অক্ষরধাম সুভ্যেনির শপ:
এখানে পাবেন তথ্যসমৃদ্ধ বই,অডিও,ভিডিও,ভিউকার্ড,স্মারক, উপহার সামগ্রী,পৃজোকরণ।
◼ ভারত উপবন :
সাংস্কৃতিক উদ্যান
মন্দিরের উল্টোদিকে রয়েছে ভারত উপবন।২২একর জমি নিয়ে গড়ে ওঠা শিল্পসম্মতভাবে সজ্জিত এই উদ্যানে রয়েছে সুন্দরলন,লতাগুল্ম,ঝোপঝাড়। ভারতের এমন কয়েকজন মহামানব,নারী ও শিশুর ৬৫টি ব্রোঞ্জ মূর্তি রয়েছে এই উদ্যানে।
◼ কোলোনাইড (COLONNADE):
লাল পাথরে তৈরি আকর্ষনীয় দ্বি-তল কোলোনাইড মন্দিরকে বেষ্টন করে রয়েছে।করুকার্যমন্ডিত প্রতি তল ৩০০০ ফুট লম্বা, রয়েছে ১১৫২টি স্তম্ভ নির্ভর আচ্ছাদন। দেখার জন্য রয়েছে ১৪৫ টি জানালা।
দেখতে ভুলবেন না- মন্দিরের ভিতর:
# পঞ্চতন্ত্র অবলম্বনে পরমাত্মার ২৪টি রূপ # সাধু ভক্তদের ভাস্কর্য # স্তম্ভশীর্ষে ৫০০ পরমহংস মূর্তি #৬৫ফুট উঁচু লীলা মন্ডপ # প্রাচীন ভারতীয় কারিগরি বিদ্যার দৃষ্টান্তস্বরূপ স্তম্ভগুলি এবং ২০টি চতুষ্কোণ চূড়া।
মন্দিরের বাইরে - 🔸ভারতীয় সংস্কৃতিতে স্মরণীয় মহান অবতার, সাধু,ও আচার্যদের ২০০টি খোদিত মূর্তি🔸 সরস্বতী, লক্ষী,পার্বতী ও অন্যান্য দেবী ও অবতারগণের অপৃর্ব ভাস্কর্য🔸ভগবান স্বামীনারায়ণের দিব্যজীবনাশ্রিত ১৮০ফুট উঁচু ধাতুনিরমিত 'রিলিফ'-এর কাজ।
দেখতে ভুলবেন না-
◼ সূর্য রথ ◼ ষোল হরিণযুক্ত চন্দ্র রথ ◼ ভারতের বীর শিশুগণ ◼ ভারতের দেশপ্রেমিকগণ ◼ ভারতের মহাপুরুষ ◼ ভারতের মহীয়সী নারী
প্রয়োজনীয় তথ্যাবলী~
🔸মন্দির দর্শনের সময়-
🔸এপ্রিল থেকে সেপ্টেম্বর : সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
🔸অক্টোবর থেকে মার্চ : সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
দর্শনার্থীরা নিম্নলিখিত পরিষেবা পাবেন :
প্রতিদিন : মূর্তি দর্শন ( কোন প্রবেশ মূল্য লাগবে না)
প্রদর্শনী (প্রবেশমূল্য লাগবে )
প্রেমবতী ফুড কোর্ট ( খাবার কিনে খেতে হবে )
◼ কঠোরভাবে নিষিদ্ধ বিষয়সমূহ :
🔹ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি 🔹মোবাইল ফোন, ক্যামেরা, রেডিও ও অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী 🔹বাইরে থেকে আনা খাদ্য ওপানীয়🔹ব্যাগ ও অন্যান্য মালপত্র🔹ধূমপান, মদ্যপান, তামাক ও অন্যান্য নেশার বস্তু সমূহ🔹পোষা জীবজন্তু
পরিশেষে আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন -স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে আপনার পদার্পনের অর্থ,ভারতের সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধের পবিত্র ভূমিতে আপনার তীর্থযাত্রা শুভ হোক।আমার অনুরোধ আপনারা সপরিবারে একবার ভ্রমণ করে আসুন, দেখবেন অসীম আনন্দে আপনাদের মন প্রাণ ভরে যাবে।
🔹ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি 🔹মোবাইল ফোন, ক্যামেরা, রেডিও ও অন্যান্য বৈদ্যুতিন সামগ্রী 🔹বাইরে থেকে আনা খাদ্য ওপানীয়🔹ব্যাগ ও অন্যান্য মালপত্র🔹ধূমপান, মদ্যপান, তামাক ও অন্যান্য নেশার বস্তু সমূহ🔹পোষা জীবজন্তু
পরিশেষে আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন -স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে আপনার পদার্পনের অর্থ,ভারতের সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধের পবিত্র ভূমিতে আপনার তীর্থযাত্রা শুভ হোক।আমার অনুরোধ আপনারা সপরিবারে একবার ভ্রমণ করে আসুন, দেখবেন অসীম আনন্দে আপনাদের মন প্রাণ ভরে যাবে।
ধন্যবাদ 😆
English Transactions :
The Swaminarayan Akshardham Temple in Delhi is a unique example of Indian culture and heritage. A magnificent temple built in the style of Indian culture and architecture. This temple is a great example of Indian culture and tradition.
Today, I would like to share some information about this Akshardham temple in New Delhi, the capital of India, which is a combination of Indian culture and tradition. This temple is reminiscent of the ancient architectural heritage of India.
My homage to Lord Swaminarayan, the beacon of Indian culture, this temple, a unique beauty of Indian art, wisdom, tradition and values. This huge 100 acre Swaminarayan Akshardham temple has been built in a span of just five years. This holy temple built under the inspiration of Pramukh Swami Maharaj is radiating peace, beauty, joy and heavenly balance.
In 1968, Narayan Sant Yogi Maharaj, the head of the BAPS Sangha, predicted that a great temple would be established on the banks of the Jamuna, preserving Indian Sanskrit and tradition. Yogi Maharaj died in 1971 before his plan was implemented
In 1982,Swami Maharaj, the next head of the BAPS Sangha and his worthy successor, Param Pujya, fulfilled the dream of Yogi Maharaj. He inaugurated the temple on November 6, 2005. Swami Maharaj Bhagwan Swaminarayan is the fifth Guru and the world-renowned spiritual leader. He unselfishly serves the society for the moral, cultural and spiritual development of mankind irrespective of caste or social status. The mind finds peace. His humility, simplicity and God-realization are his success and The essence of the divine beaver.
Organizer:
BAPS Swaminarayan Sangstha-
BAPS has a huge contribution to make in preserving the culture and heritage of India. It is a worldwide social-spiritual non-governmental service organization. This organization has different types of society-education-health-environment-culture-spirituality and other human welfare. Self-employed in the service of society through radical activities.
The Akshardham temple is a marvel of Indian culture and tradition. The center of attraction of the entire precinct is the unique splendor of the Akshardham temple built of pink stone and white marble. This is a beautiful sculpture. This temple is built without using the slightest bit of steel Reminiscent of the ancient architectural heritage of Ravarta. This temple has ten entrances.
The ten major monuments described in Indian culture are indicative of the Vedic urge to transmit the message of the Blessed Martyrdom to the hearts of all visitors.
Bhaktidwar - Bhaktidwar is a symbol of dual worship following the Vedic tradition. God and His beloved devotees are the basis of ideal worship. According to the tradition, 207 sculptures of the duality of God and devotees are adorned in this glorious door.
◼ Peacock Gate- Peacock is the national bird of India. Symbol of beauty and purity. Peacock makes our life colorful and colorful. Two peacock gates symbolize tarai. A total of 69 engraved peacocks adorn each beautiful door.
◼ Footprints - Lord Swaminarayan's holy footprints are in the middle of two peacock gates to commemorate his descent. The footprints inlaid with white stone contain 16 divine symbols of God.
◼ Idol - In the center of the temple is an 11 feet high gold-plated seated idol of Lord Swaminarayan. On either side of it are Sriradha-Krishna, Sri Sri-Rama, Srilakshi-Narayan and Sriparvati-Shiva.
◼ MANDOVAR - The ornate wall on the outside of the temple is the Mandovar. It is 611 feet long and 25 feet high. It is made of 426 carved stones. It has 48 Ganesha idols on it.
◼ Gajendra Peeth - Akshardham Temple stands on a 1080 feet tall Gajendra Peeth. This Gajendra Peeth has 146 stone carved elephants, innumerable stone statues of people and animals with a total weight of more than 3,000 tons. .
◼ Hall-1: Sahajananda Darshan
Value room :
Universal human values such as non-violence, courage, initiative, honesty, faith, etc., have been demonstrated with the help of films, lights and sounds including robots based on the life of Lord Swaminarayan.
◼ Hall-2: Nilakantha Darshan
Theaters with huge screens
The true story of the life of 11-year-old child-yogi Nilakanthavarni has been presented on the big screen. The screen size is 65 feet × 65 feet. The film has been shot in 108 places in India. More than 45,000 people have taken part.
◼ Hall-3: Sanskriti Bihar
Boating-
A spectacular 14-minute boat ride takes you along the path of 10,000-year-old Indian culture, which developed along the two banks of the Saraswati River. You will see the oldest Vedic villages and markets in the world. Boating will be the first university in the world - you will learn about the discoveries of the ancient sages and scientists of India through Takshila and many more.
◼ Yajna Purush Kunda and Musical Fountain:
The ancient 'Yajnapurusha Kunda' is 300 feet × 300 feet in size, the largest in India. In its center is a spectacular, colorful musical fountain.
Narayan Sarobar :
Akshardham (AKSHARDHAM) Narayan Sarovar surrounds the monument on three sides. The water of 151 rivers, lakes and ponds of India, which Lord Swaminarayan has visited, is constantly being poured into Narayan Sarovar
Abhishek Mandap:
Prayers and sentiments can be expressed while anointing the divine idol of the childish Nilakanthavarni in the Ganges.
Yogi Heart Lotus :
The eight-petalled lotus-shaped creation, carefully preserved in a beautifully trimmed green grass garden, seems to become eerie in the light of the wise sayings of sages and great thinkers of the world, the light that awakens faith in God, faith in man. His heart was beautiful and calm. His prayer was: "God bless everyone."
Bring the atmosphere of faith.'
Belief in God and faith in man - which takes our existence, our civilization, our life to a higher level.
◼ Premavati Restaurant:
Turns out the tired body wants comfort. The spacious Prambati restaurant made in the style of Ajanta has made that arrangement for you. Here you will find authentic vegetarian food. Snacks and cold soft drinks.
◼ Akshardham Souvenir Shop:
Here you will find informative books, audios, videos, viewcards, souvenirs, gift items, pages.
India Desert:
Cultural park
On the opposite side of the temple is Bharat Upban. The park has 85 bronze statues of some of India's great men, women and children.
COLONNADE:
The attractive two-storey colonnade temple made of red stone surrounds the temple. There are 145 windows to view.
Don't forget to look inside the temple:
# 24 forms of Paramatma based on Panchatantra # Sculpture of saints devotees # 500 Paramahamsa statues at the top of the pillars # 85 feet high Leela Mandapa # Pillars and 20 quadrangular peaks as an example of ancient Indian technology.
Outside the temple - 200 carved statues of great incarnations, saints, and acharyas memorable in Indian culture amazing sculptures of Saraswati, Lakshi, Parvati and other goddesses and incarnations a 180-foot-tall metal-relief 'relief' of Lord Swaminarayan.
Don't forget to check-
Sun chariot ◼ Moon chariot with sixteen deer ◼ Heroic children of India Patriots of India Great men of India Majestic women of India
Necessary information -
Time to visit the temple-
April to September: 10am to 6pm.
October to March: 9am to 6pm.
Visitors will receive the following services:
Daily: Idol visit (no entrance fee)
Exhibition (entrance fee required)
Premavati Food Court (must buy food)
Strictly forbidden things:
Photography, Videography Mobile Phones, Cameras, Radios & Other Electronic Items Food Outsourced 🔹Bags & Other Accessories,Smoking, Alcohol, Tobacco and Other Drugs: Pet Animals
Finally, my humble dedication to you - your entry into the Swaminarayan Akshardham Temple means a happy pilgrimage to the holy land of Indian culture, traditions and values.
Thank you
0 মন্তব্যসমূহ