হরে কৃষ্ণ:
আজ আমি অত্যন্ত দূঃখের সহিত জানাই যে আজ সারা পৃথিবীর মানুষ ভয়ংকর এক করোনা ভাইরাসের কবলে পড়েছে। তাই সকলে ভীষণ ভীষণ আতঙ্ককের মধ্যে দিন কাটাচ্ছে।এখনো পযর্ন্ত সারা পৃথিবীতে লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গেছে। সকল দেশের বিঞ্জানীরা প্রাণপাত চেষ্টা করে যাচ্ছে এই মারন ভাইরাসের টিকা আবিস্কার করার জন্য। এখনো পর্যন্ত এই ভাইরাস প্রতিরোধের কোন টিকা বা প্রতিষেধক আবিস্কার হয় নাই। তাই সারা পৃথিবী জুড়ে চলছে ভয়াবহ মৃত্যু মিছিল।আমরা কেউ জানিনা কবে এই শতাব্দীর এই ভয়ংকর এবং ভয়ানক যন্ত্রণাময় দিনগুলো থেকে রক্ষা পাব।
প্রার্থনার সাধারণ অর্থ ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ঈশ্বরে আত্মসমর্পণ। জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে ঈশ্বরকেই একমাত্র নিত্য বস্তু জ্ঞান করে ভক্ত যখন ঐকান্তিক নিষ্ঠায় তদ্গত চিত্তে তাঁর চরণে শরণাগত হয়ে মুক্তি কামনা করেন তখন তাকেই প্রার্থনা বলা হয়। প্রার্থনা কথাটির অর্থ হলো অনিত্য সংসার থেকে উদ্ধার পাবার প্রার্থনা, ভব যন্ত্রণা থেকে রেহাই পাবার প্রার্থনা,জন্ম-মৃত্যুর অলাতচক্র থেকে মুক্তির বাসনা।
তাই আসুন আমরা আজ সারা পৃথিবীর সকল
মানুষ মিলে সেই পরমেশ্বর,পরমদয়াল ভগবানের কাছে প্রার্থনা করি হে প্রভু হে দয়াময় তুমি আমাদের দয়া কর আমাদের রক্ষা করো।
তুমিইতো গীতায় বলেছো
" যদা যদাহি ধর্মষ্য গ্লানি ভবতি ভারত
অভ্যুরথানম অধর্মস্র তদাৎমানং সৃজমমহাম্
পরিএানায় সাধুনাং বিনাশায়চ্ দুষ্কৃতাম
ধর্মসংস্থাপনারথায় সম্ভবামি যুগে যুগে।।
জীব রক্ষা পায় যিদ একান্তই পরমেশ্বর শ্রীকৃষ্ণের উপাসনা করে।কৃষ্ণ উপাসনা না করেই জীব চীরকালের জন্য দুঃখপূর্ণ মায়িক সংসারে অধঃপতিত হয়েছে বলে নির্ধারিত হয়।
জীব নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে
মায়ার নফর হঞা চীসমস্তরদিন বুলে ।।
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সমগ্র মানব সমাজকে যদি রক্ষা করতে চাও তবে অবশ্যই কৃষ্ণ উপদেশ শিখিয়ে দাও।কৃষ্ণভক্তিতে নিয়ে এসো।
যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ
আমার আজ্ঞায় গুরু হঞা তার এই দেশ।
একটা কথা সকলেই মনে রাখা প্রয়োজন যে- 'রাখে হরি মারে কে? মারে কৃষ্ণ রাখে কে?
শ্রীমদ্ভাগবতে শ্রীব্রহ্মার উক্তি থেকে সুন্দর শিক্ষা পাওয়া যায় - "হে কৃষ্ণ যতদিন পর্যন্ত আপনার প্রতি জগতের মানুষ অনুরাগী না হয় ততদিন পর্যন্ত তারা জড়জাগতিক মোহের বন্ধনে আবদ্ধ হয়েই থাকবে।"
শ্রীব্রহ্মা তার দিব্য ভাবনা থেকে সঞ্জাত পুত্র শ্রীনারদকে নির্দেশ দিচ্ছেন -
সংসারেহস্মিন্ মহাঘোরে জন্মমৃত্যু সমাকূলে ।
পূজনং বাসুদেবস্য তারকং বাদিভিঃ স্হিতম ।।
জন্ম-মূত্যু এবং বিভিন্ন রকমের উদ্বেগ সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সঙ্কুল জড় সংসার থেকে মুক্ত হতে হলে একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবাই যুক্ত থাকা। এ সত্য সর্বতও্ববিদ্ স্বীকৃত।
(স্কন্দ পুরাণ)
Hare Krishna:
Today, I am deeply saddened that people all over the world are in the grip of a horrible corona virus. That is why everyone is spending the day in horrible terror. The strangers of all countries are trying to kill the virus to discover the vaccine. So far, no vaccine or antidote for the virus has been discovered. So terrible death tides are happening all over the world. We have no idea when I will be saved from these terrible and terrible days of this century.
What is prayer?
The general meaning of prayer is surrender to God for the purpose of liberation from suffering. When a devotee renounces worldly desires and considers God to be the only eternal object, when he seeks refuge at His feet with fervent devotion, he is called a prayer. The word prayer means a prayer for deliverance from the eternal world, a prayer for deliverance from the torments of the future, a desire for liberation from the cycle of birth and death.
So today we are all around the world
People pray to God, Almighty God together, O Lord, Lord, have mercy on us and save us.
The living being is saved if he worships the Supreme Lord Krishna alone. Without worshiping Krishna, the living being is destined to degenerate into a miserable magical world forever.
Jiva Nitya Krishnadas forgets this
Maya nafar hana cheesamastardin bule ..
Sri Krishna Chaitanya Mahaprabhu has instructed that if you want to save the entire human society, you must teach Krishna's advice. Bring it to Krishna devotion.
Tell Krishna's advice to anyone you see
At my command, Guru Hana is his country.
মার্কিন সেনেটে বৈদিক শান্তি মন্ত্র পাঠ
Vedic peace mantra recited in the US Senate
Stay Home
Save Lives
1 Stay Home
2 Keep a safe distance
3 Wash hands often
4 cover your cough
বর্তমানে ভয়ংকর covid-19 মহামরি থেকে পৃথিবীর সমস্ত জীবকে রক্ষা করতে হবে।
আজ আমি অত্যন্ত দূঃখের সহিত জানাই যে আজ সারা পৃথিবীর মানুষ ভয়ংকর এক করোনা ভাইরাসের কবলে পড়েছে। তাই সকলে ভীষণ ভীষণ আতঙ্ককের মধ্যে দিন কাটাচ্ছে।এখনো পযর্ন্ত সারা পৃথিবীতে লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গেছে। সকল দেশের বিঞ্জানীরা প্রাণপাত চেষ্টা করে যাচ্ছে এই মারন ভাইরাসের টিকা আবিস্কার করার জন্য। এখনো পর্যন্ত এই ভাইরাস প্রতিরোধের কোন টিকা বা প্রতিষেধক আবিস্কার হয় নাই। তাই সারা পৃথিবী জুড়ে চলছে ভয়াবহ মৃত্যু মিছিল।আমরা কেউ জানিনা কবে এই শতাব্দীর এই ভয়ংকর এবং ভয়ানক যন্ত্রণাময় দিনগুলো থেকে রক্ষা পাব।
প্রার্থনা কাকে বলে?
প্রার্থনার সাধারণ অর্থ ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ঈশ্বরে আত্মসমর্পণ। জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে ঈশ্বরকেই একমাত্র নিত্য বস্তু জ্ঞান করে ভক্ত যখন ঐকান্তিক নিষ্ঠায় তদ্গত চিত্তে তাঁর চরণে শরণাগত হয়ে মুক্তি কামনা করেন তখন তাকেই প্রার্থনা বলা হয়। প্রার্থনা কথাটির অর্থ হলো অনিত্য সংসার থেকে উদ্ধার পাবার প্রার্থনা, ভব যন্ত্রণা থেকে রেহাই পাবার প্রার্থনা,জন্ম-মৃত্যুর অলাতচক্র থেকে মুক্তির বাসনা।
আমাদের করনীয় কর্তব্য -
তাই আসুন আমরা আজ সারা পৃথিবীর সকল
মানুষ মিলে সেই পরমেশ্বর,পরমদয়াল ভগবানের কাছে প্রার্থনা করি হে প্রভু হে দয়াময় তুমি আমাদের দয়া কর আমাদের রক্ষা করো।
তুমিইতো গীতায় বলেছো
" যদা যদাহি ধর্মষ্য গ্লানি ভবতি ভারত
অভ্যুরথানম অধর্মস্র তদাৎমানং সৃজমমহাম্
পরিএানায় সাধুনাং বিনাশায়চ্ দুষ্কৃতাম
ধর্মসংস্থাপনারথায় সম্ভবামি যুগে যুগে।।
জীব রক্ষা পায় যিদ একান্তই পরমেশ্বর শ্রীকৃষ্ণের উপাসনা করে।কৃষ্ণ উপাসনা না করেই জীব চীরকালের জন্য দুঃখপূর্ণ মায়িক সংসারে অধঃপতিত হয়েছে বলে নির্ধারিত হয়।
জীব নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে
মায়ার নফর হঞা চীসমস্তরদিন বুলে ।।
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সমগ্র মানব সমাজকে যদি রক্ষা করতে চাও তবে অবশ্যই কৃষ্ণ উপদেশ শিখিয়ে দাও।কৃষ্ণভক্তিতে নিয়ে এসো।
শ্রীকৃষ্ণকে প্রার্থনা করি
আমার আজ্ঞায় গুরু হঞা তার এই দেশ।
একটা কথা সকলেই মনে রাখা প্রয়োজন যে- 'রাখে হরি মারে কে? মারে কৃষ্ণ রাখে কে?
শ্রীমদ্ভাগবতে শ্রীব্রহ্মার উক্তি থেকে সুন্দর শিক্ষা পাওয়া যায় - "হে কৃষ্ণ যতদিন পর্যন্ত আপনার প্রতি জগতের মানুষ অনুরাগী না হয় ততদিন পর্যন্ত তারা জড়জাগতিক মোহের বন্ধনে আবদ্ধ হয়েই থাকবে।"
শ্রীব্রহ্মা তার দিব্য ভাবনা থেকে সঞ্জাত পুত্র শ্রীনারদকে নির্দেশ দিচ্ছেন -
সংসারেহস্মিন্ মহাঘোরে জন্মমৃত্যু সমাকূলে ।
পূজনং বাসুদেবস্য তারকং বাদিভিঃ স্হিতম ।।
জন্ম-মূত্যু এবং বিভিন্ন রকমের উদ্বেগ সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সঙ্কুল জড় সংসার থেকে মুক্ত হতে হলে একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবাই যুক্ত থাকা। এ সত্য সর্বতও্ববিদ্ স্বীকৃত।
(স্কন্দ পুরাণ)
Hare Krishna:
Today, I am deeply saddened that people all over the world are in the grip of a horrible corona virus. That is why everyone is spending the day in horrible terror. The strangers of all countries are trying to kill the virus to discover the vaccine. So far, no vaccine or antidote for the virus has been discovered. So terrible death tides are happening all over the world. We have no idea when I will be saved from these terrible and terrible days of this century.
What is prayer?
The general meaning of prayer is surrender to God for the purpose of liberation from suffering. When a devotee renounces worldly desires and considers God to be the only eternal object, when he seeks refuge at His feet with fervent devotion, he is called a prayer. The word prayer means a prayer for deliverance from the eternal world, a prayer for deliverance from the torments of the future, a desire for liberation from the cycle of birth and death.
So today we are all around the world
People pray to God, Almighty God together, O Lord, Lord, have mercy on us and save us.
The living being is saved if he worships the Supreme Lord Krishna alone. Without worshiping Krishna, the living being is destined to degenerate into a miserable magical world forever.
Jiva Nitya Krishnadas forgets this
Maya nafar hana cheesamastardin bule ..
Sri Krishna Chaitanya Mahaprabhu has instructed that if you want to save the entire human society, you must teach Krishna's advice. Bring it to Krishna devotion.
Tell Krishna's advice to anyone you see
At my command, Guru Hana is his country.
One thing everyone needs to remember is- 'Who keeps Hari Mare? Who keeps Murray Krishna?
There is a beautiful lesson to be learned from the words of Sri Brahma in Srimad-Bhagavatam - "O Krishna, as long as the people of the world are not fond of You, they will remain bound by materialistic fascination."
Sri Brahma is instructing his son Srinarada from his divine thoughts -
Birth and death are equal in the world.
Pujanang basudevasya tarakang badivih shitam ..
The only way to get rid of the dreaded dark world of birth-death and various worries is to be in the loving service of the Supreme Lord. This fact is universally acknowledged.
(Skanda Purana)
মার্কিন সেনেটে বৈদিক শান্তি মন্ত্র পাঠ
Vedic peace mantra recited in the US Senate
Stay Home
Save Lives
1 Stay Home
2 Keep a safe distance
3 Wash hands often
4 cover your cough
0 মন্তব্যসমূহ