সৃষ্টি ও স্রষ্টা ( Creation and creator)

সৃষ্টি ও স্রষ্ঠা-

ভগবান কেন এই জগত সৃষ্টি করলেন?


জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয় আকাঙ্খা করতে পারে। তার সেই সব আকাঙ্খা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্য এই জগত সৃষ্টি হয়েছে। অবশেষে যখন জীব বুঝতে পারে যে,প্রকৃত আনন্দ এখানে নেই, তখন সে আনন্দময় ভগবদ্ ধামে উন্নীত হওয়ার জন্য সাধুসঙ্গাদিমূলক আচরণ করার সুযোগও পেতে পারে। এই জন্যই ভগবান এই জড় জগত সৃষ্টি করেছেন।

"শূন্য থেকে কোন কিছুই সৃষ্টি হয় না।" তা হলে ভগবান শ্রীকৃষ্ণ কি করে সৃষ্টি হলেন, এবং জগতই বা কিভাবে সৃষ্টি হল?

শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না - এ কথা সত্য। কিন্তু পূর্ণ থেকে সব কিছুই সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষ। তিনি সর্বকারনের পরম কারণ। তিনি সৃষ্টির অতীত। যখন কোন সৃষ্টি ছিল না, তখন আদি পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন। তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি। তিনি বলেছেন - অহং সর্বস্য প্রভবঃ- "আমি সমস্ত কিছুর উৎস।"
প্রজাপতি শ্রীব্রহ্মা নির্দেশ করেছেন --

                 ঈশ্বর পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ।
                 অনাদিরাদিগোবিন্দঃ সর্বকারণকারণম্।।
             


শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদি, সকলেরই আদি। এর থেকে বোঝা যায়, অনন্তকোটি বিশ্বব্রহ্মান্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান। তাই তিনি কখনই শূন্য নন।তিনি পরম পূর্ণ।
                                       
অনেকেই বলে ভগবান যে সত্যি আছে তা বুঝব কি করে?

দেখুন মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে। ভগবান বলেছেন - ভক্তরা আমাকে জানতে পারবে কিন্তু গন্ডমূর্খরা আমাকে কিছুতেই জানতে পারবে না।

English Transaction :

Creation and Creator:

 Why did God create this world?

 The organism can, in its individual desires, desire the senses of contentment and enjoyment.  This world has been created to give him the opportunity to fulfill all those desires.  When the creature finally realizes that there is no real happiness here, he may also have the opportunity to act in harmony in order to reach the blissful Bhagavad Dham.  This is why God created this inert world.

 "Nothing is created from scratch."  So how was Lord Krishna created, and how was the world created?

 It is true that nothing is created from scratch.  But everything from the full is created.  Lord Krishna is a full man.  He is the ultimate cause of all causes.  He is past creation.  When there was no creation, the original man was Lord Krishna.  Everything created from him.  He says - ego is all-encompassing: "I am the source of everything."

 Butterfly Sri Brahma points out - (Sanskrit language )

 Ishwar Parama: Krishna: Sachchidananda Vigraha :
 Anadiradigobindah sarvakaranakaranam.


 Lord Krishna is the Supreme Lord.  He is eternal, the beginning of all.  From this it is understood that he existed even before the creation of the infinite universe.  So he is never zero. He is absolute.




 Many people say that God is true, how do I understand?


 See, the existence of God does not depend on man's understanding.  When there is creation, the Creator must exist.  God says - fans will know me but idiots will never know me.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ